গুজব শেয়ার করলে শাস্তি

২৫ জুলাই, ২০১৯ ১৯:২৯  
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেলে ধরা বা পদ্মসেতুতে মানুষের মাথা লাগবে এমন নিউজ কেউ শেয়ার করলে তাদের বিরুদ্ধেডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা। বৃহস্পতিবার (২৫ জুলাই) নগরীরর ২ নম্বর গেট এলাকায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। তিনি জানান, পদ্মাসেতু নির্মান কাজে অতিরিক্ত অতিরিক্ত লোকবল লাগবে এমন সাক্ষাৎকার দিয়েছিলেন। এই সংবাদকে বিকৃত করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে কয়েকজন ভিন্ন রাবজনীতিক মতাদর্শী প্রবাসী ছেলে ধরা ও পদ্মাসেতুতে মানষের রক্ত ও মাথা লাগবে এমন গুজব ছড়ায়। তিনি বলেন, যারা এসব ছড়িয়েছে তাদের সনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে ব্যবস্থা নেয়া হবে। ছেলেধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশের হাতে তুলে দেয়া কিংবা ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন তিনি।